ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 33:32-38 কিতাবুল মোকাদ্দস (BACIB)

32. বনেয়াকন থেকে যাত্রা করে হোর্‌-হগিদ্‌-গদে শিবির স্থাপন করলো।

33. হোর্‌ হগিদ্‌গদ থেকে যাত্রা করে যট্‌বাথাতে শিবির স্থাপন করলো।

34. যট্‌বাথা থেকে যাত্রা করে অব্রোণাতে শিবির স্থাপন করলো।

35. অব্রোণা থেকে যাত্রা করে ইৎসিয়োন-গেবরে শিবির স্থাপন করলো।

36. ইৎসিয়োন-গেবর থেকে যাত্রা করে সিন মরুভূমিতে অর্থাৎ কাদেশে শিবির স্থাপন করলো।

37. কাদেশ থেকে যাত্রা করে ইদোম দেশের প্রান্তস্থিত হোর পর্বতে শিবির স্থাপন করলো।

38. আর ইমাম হারুন মাবুদের হুকুম অনুসারে হোর পর্বতে উঠলেন এবং মিসর থেকে বনি-ইসরাইলদের বের হবার চল্লিশ বছরের পঞ্চম মাসের প্রথম দিনে সেই স্থানে ইন্তেকাল করলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 33