ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 27:4-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. আমাদের পিতার পুত্র নেই বলে তাঁর গোষ্ঠী থেকে তাঁর নাম কেন লোপ পাবে? আমাদের পিতৃকূলের ভাইদের মধ্যে আমাদেরকে অধিকার দিন।

5. তখন মূসা মাবুদের সম্মুখে তাদের বিচার উপস্থিত করলেন।

6. আর মাবুদ মূসাকে বললেন,

7. সলফাদের কন্যারা যথার্থ বলছে; তুমি ওদের পিতৃকুলের ভাইদের মধ্যে অবশ্য ওদেরকে স্বত্বাধিকার দেবে ও ওদের পিতার অধিকার ওদেরকে দেবে।

8. আর বনি-ইসরাইলকে বল, কেউ যদি অপুত্রক হয়ে মারা যায় তবে তোমরা তার অধিকার তার কন্যাকে দেবে।

9. যদি তার কন্যা না থাকে, তবে তার ভাইদেরকে তার অধিকার দেবে।

10. যদি তার ভাই না থাকে, তবে তার চাচাদেরকে তার অধিকার দেবে।

11. যদি তার চাচা না থাকে, তবে তার গোষ্ঠীর মধ্যে নিকটস্থ জ্ঞাতিকে তার অধিকার দেবে, সে তা অধিকার করবে; মাবুদ মূসাকে যেমন হুকুম দিয়েছিলেন, সেই অনুসারে এটি বনি-ইসরাইলদের পক্ষে বিচারের নিয়ম হবে।

12. পরে মাবুদ মূসাকে বললেন, তুমি এই অবারীম পর্বতে উঠ, আর যে দেশ আমি বনি-ইসরাইলকে দিয়েছি, তা দেখ।

13. দেখার পর তোমার ভাই হারুনের মত তুমিও তোমার পূর্বপুরুষদের কাছে সংগৃহীত হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 27