ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 26:5-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. রূবেণ ইসরাইলের প্রথমজাত। রূবেণের সন্তানেরা হল হনোক থেকে হনোকীয় গোষ্ঠী; পলু থেকে পলুয়ীয় গোষ্ঠী;

6. হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী; কর্মি থেকে কর্মীয় গোষ্ঠী।

7. এরা রূবেণীয় গোষ্ঠী; এদের মধ্যে গণনা-করা লোক তেতাল্লিশ হাজার সাত শত ত্রিশ জন।

8. আর পলুর সন্তান ইলীয়াব।

9. ইলীয়াবের সন্তান নমূয়েল, দাথন ও অবীরাম; কারুনের দল যখন মাবুদের সঙ্গে ঝগড়া করেছিল, সেই সময় তার মধ্যে মণ্ডলীর বেছে নেওয়া লোক, যে দাথন ও অবীরাম মূসা ও হারুনের সঙ্গে ঝগড়া করেছিল, এরা সেই দুই জন।

10. সেই সময়ে দুনিয়া মুখ খুলে তাদেরকে ও কারুনকে গ্রাস করেছিল, তাতে সেই দল মারা পড়লো এবং আগুন দুই শত পঞ্চাশজনকে গ্রাস করলো, আর তারা নিদর্শনস্বরূপ হল।

11. কিন্তু কারুনের সন্তানেরা মারা পড়ে নি।

12. নিজ নিজ গোষ্ঠী অনুসারে শিমিয়োনের সন্তানেরা হল নমূয়েল থেকে নমূয়েলীয় গোষ্ঠী; যামীন থেকে যামীনীয় গোষ্ঠী; যাখীন থেকে যাখীনীয় গোষ্ঠী;

13. সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী; তালুত থেকে তালুতীয় গোষ্ঠী।

14. শিমিয়োনীয়দের এসব গোষ্ঠীতে লোক ছিল বাইশ হাজার দুই শত।

15. নিজ নিজ গোষ্ঠী অনুসারে তাদের সন্তানেরা হল সিফোন থেকে সিফোনীয় গোষ্ঠী;

16. হগি থেকেই হগীয় গোষ্ঠী; শূনি থেকে শূনীয় গোষ্ঠী; ওষ্ণি থেকে ওষ্ণীয় গোষ্ঠী;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 26