ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 24:13-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. যদিও বালাক সোনা ও রূপায় পরিপূর্ণ তাঁর বাড়ি আমাকে দেন, তবুও আমি নিজের ইচ্ছায় ভাল বা মন্দ করার জন্য মাবুদের হুকুম লঙ্ঘন করতে পারব না, মাবুদ যা বলবেন, আমি তা-ই বলবো;

14. এখন দেখুন, আমি স্বজাতির কাছে যাচ্ছি; আসুন, এই জাতি ভবিষ্যতে আপনার জাতির প্রতি কি করবে, তা আপনাকে জানাই।

15. পরে সে তার দৈববাণী গ্রহণ করে বললো;বিয়োরের পুত্র বালাম বলছে,যার চোখ খোলা রয়েছে,সেই পুরুষ বলছে;

16. যে আল্লাহ্‌র কালাম শোনে,যে আল্লাহ্‌তা’লার তত্ত্ব জানে,যে সর্বশক্তিমানের দর্শন পায়,সে সেজদায় পড়েছেও যার চোখ খুলে গেছেসে বলছে;

17. আমি তাঁকে দেখবো, কিন্তু এখন নয়,তাঁকে দর্শন করবো কিন্তু কাছে নয়;ইয়াকুব থেকে একটি তারা উদিত হবে,ইসরাইল থেকে একটি রাজদণ্ড উঠবে,তা মোয়াবের দুই পাশ ভেঙ্গে ফেলবে,কলহের সন্তানদেরকে সংহার করবে।

18. সে ইদোম অধিকার করবে,তার দুশমন সেয়ীরও আসবে তারঅধিকারে,আর ইসরাইল বীরের কাজ করবে।

19. ইয়াকুব থেকে উৎপন্ন এক জনকর্তৃত্ব করবেন,নগরের অবশিষ্ট লোকদেরকেবিনষ্ট করবেন।

20. পরে সে আমালেকের প্রতি দৃষ্টিপাত করলো এবং তার দৈববাণী গ্রহণ করে বললো,আমালেক জাতিদের মধ্যে প্রথম ছিল,কিন্তু বিনাশ হবে এর সর্বশেষ পরিণাম।

21. পরে সে কেনীয়দের প্রতি দৃষ্টিপাত করলো এবং তার দৈববাণী গ্রহণ করে বললো,তোমার নিবাস অতি দৃঢ়তোমার বাসস্থান শৈলে স্থাপিত।

22. তবুও কেনীয় ক্ষয় পাবে,শেষে আশেরিয়া তোমাকে বন্দী করেনিয়ে যাবে,

23. পরে সে তার দৈববাণী গ্রহণ করে বললো,হায়, যখন আল্লাহ্‌ এই করেন, তখন কে বাঁচবে?

24. কিন্তু সাইপ্রাসের তীর থেকে জাহাজআসবে,তারা আশেরিয়াকে জুলুম করবে,এবরকে নির্যাতন করবে,কিন্তু তারও বিনাশ ঘটবে।

25. পরে বালাম উঠে স্বস্থানে ফিরে গেল এবং বালাকও তার পথে চলে গেলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 24