ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 24:11-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. এখন স্বস্থানে পালিয়ে যান; আমি বলেছিলাম, আপনাকে অতিশয় গৌরবান্বিত করবো, কিন্তু দেখুন, মাবুদ তা আপনাকে পেতে দিলেন না।

12. তাতে বালাম বালাককে বললো, আমি কি আপনার প্রেরিত দূতদের সাক্ষাতেই বলি নি,

13. যদিও বালাক সোনা ও রূপায় পরিপূর্ণ তাঁর বাড়ি আমাকে দেন, তবুও আমি নিজের ইচ্ছায় ভাল বা মন্দ করার জন্য মাবুদের হুকুম লঙ্ঘন করতে পারব না, মাবুদ যা বলবেন, আমি তা-ই বলবো;

14. এখন দেখুন, আমি স্বজাতির কাছে যাচ্ছি; আসুন, এই জাতি ভবিষ্যতে আপনার জাতির প্রতি কি করবে, তা আপনাকে জানাই।

15. পরে সে তার দৈববাণী গ্রহণ করে বললো;বিয়োরের পুত্র বালাম বলছে,যার চোখ খোলা রয়েছে,সেই পুরুষ বলছে;

16. যে আল্লাহ্‌র কালাম শোনে,যে আল্লাহ্‌তা’লার তত্ত্ব জানে,যে সর্বশক্তিমানের দর্শন পায়,সে সেজদায় পড়েছেও যার চোখ খুলে গেছেসে বলছে;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 24