ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 23:19-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. আল্লাহ্‌ মানুষ নন যে, মিথ্যা বলবেন;তিনি মানুষের-সন্তান নন যে, অনুশোচনাকরবেন;তিনি যা বলেছেন তা কি করবেন না?তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা কি সিদ্ধকরবেন না?

20. দেখ, আমি দোয়া করার হুকুম পেলাম,তিনি দোয়া করেছেন, আমি অন্যথাকরতে পারি না।

21. তিনি ইয়াকুবের মধ্যে অধর্ম দেখতেপান নি,ইসরাইলের মধ্যে জুলুম দেখেন নি;তার আল্লাহ্‌ মাবুদ তার সহবর্তী,বাদশাহ্‌র জয়ধ্বনি ওদের মধ্যবর্তী।

22. আল্লাহ্‌ মিসর থেকে ওদের এনেছেন;সে ষাঁড়ের মত শক্তিশালী।

23. নিশ্চয়ই ইয়াকুবের বিরুদ্ধে কোনমায়াশক্তি,বা ইসরাইলের বিরুদ্ধে কোন মন্ত্র কার্যকরহবে না;এখন ইয়াকুবের ও ইসরাইলের বিষয়বলা যাবে,আল্লাহ্‌ কি না সাধন করেছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 23