ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 21:25-33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. ইসরাইল ঐ সমস্ত নগর হস্তগত করলো এবং ইসরাইল আমোরীয়দের সমস্ত নগরে, হিষ্‌বোনে ও সেখানকার সমস্ত উপনগরে বাস করতে লাগল।

26. কেননা হিষ্‌বোন আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনের নগর ছিল; তিনি মোয়াবের পূর্ববর্তী বাদশাহ্‌র বিরুদ্ধে যুদ্ধ করে তার হাত থেকে অর্ণোন পর্যন্ত তার সমস্ত দেশ দখল করে নিয়েছিলেন।

27. এজন্য কবিরা বলেন,তোমরা হিষ্‌বোনে এসো,সীহোনের নগর নির্মিত ও সুদৃঢ় হোক;

28. কেননা হিষ্‌বোন থেকে আগুন,সীহোনের নগর থেকে আগুনের শিখাবের হয়েছে;তা মোয়াবের আর্‌ নগরকে,অর্ণোনের মালভূমির অধিপতিদেরগ্রাস করেছে।

29. হে মোয়াব, ধিক্‌ তোমাকে।হে কমোশের প্রজারা, তোমরাবিনষ্ট হলে।সে তার পুত্রদেরকে পলাতকরূপে,তার কন্যাদেরকে বন্দীরূপে তুলে দিল—আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনের হাতে।

30. আমরা তাদেরকে তীর মেরেছি;হিষ্‌বোন দীবোন পর্যন্ত বিনষ্ট হয়েছে;আর আমরা নোফঃ পর্যন্ত ধ্বংস করেছি,যা মেদবা পর্যন্ত বিস্তৃত।

31. এভাবে ইসরাইল আমোরীয়দের দেশে বাস করতে লাগল।

32. পরে মূসা যাসের অনুসন্ধান করতে লোক প্রেরণ করলেন, আর তারা সেখানকার সমস্ত নগর হস্তগত করলো এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল, তাদেরকে অধিকারচ্যুত করলো।

33. পরে তারা ফিরে বাশনের পথ দিয়ে উঠে গেল; তাতে বাশনের বাদশাহ্‌ উজ ও তার সমস্ত লোক বের হয়ে তাদের সঙ্গে ইদ্রিয়ীতে যুদ্ধ করতে গেল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 21