ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 21:17-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. সেই সময় ইসরাইল এই গজল গাইল—হে কূপ, উচ্ছলিত হও;তোমরা এর উদ্দেশে গান কর;

18. এটি নেতৃবর্গের খনিত কূপ,রাজদণ্ড ও নিজেদের লাঠি দিয়েলোকদের রাজপুরুষেরা এটাখনন করেছেন।

19. পরে তারা মরুভূমি থেকে মত্তানায়,

20. মত্তানা থেকে নহলীয়েলে, নহলীয়েল থেকে বামোতে ও বামোৎ থেকে মোয়াবের উপত্যকা দিয়ে মরুভূমির অভিমুখ পিস্‌গা শৃঙ্গে গমন করলো।

21. আর ইসরাইল দূত পাঠিয়ে আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনকে বললো,

22. তোমার দেশের মধ্য দিয়ে আমাকে যেতে দাও; আমরা পথ ছেড়ে শস্য ক্ষেতে বা আঙ্গুর-ক্ষেতে প্রবেশ করবো না, কূপের পানিও পান করবো না; যতদিন তোমার সীমা পার না হই, ততদিন রাজপথ দিয়ে যাব।

23. তবুও সীহোন তার সীমার মধ্য দিয়ে ইসরাইলকে যেতে দিল না; উপরন্তু সীহোন তার সমস্ত লোককে একত্র করে ইসরাইলের বিরুদ্ধে মরুভূমিতে বের হল এবং যহসে উপস্থিত হয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধ করলো।

24. তাতে ইসরাইল তলোয়ার দ্বারা তাকে আঘাত করে অর্ণোন থেকে যব্বোক পর্যন্ত অর্থাৎ অম্মোনীয়দের সীমানা পর্যন্ত তার দেশ অধিকার করলো; কারণ অম্মোনীয়দের সীমা দৃঢ় ছিল।

25. ইসরাইল ঐ সমস্ত নগর হস্তগত করলো এবং ইসরাইল আমোরীয়দের সমস্ত নগরে, হিষ্‌বোনে ও সেখানকার সমস্ত উপনগরে বাস করতে লাগল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 21