ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 15:37-41 কিতাবুল মোকাদ্দস (BACIB)

37. পরে মাবুদ মূসাকে বললেন,

38. তুমি বনি-ইসরাইলকে বল, তারা যেন পুরুষানুক্রমে নিজ নিজ কাপড়ের কোণে ঝালর লাগায় ও কোণস্থ ঝালরে নীল সুতা বেঁধে রাখে।

39. তোমাদের জন্য সেই ঝালর থাকবে, যেন তা দেখে তোমরা মাবুদের সমস্ত হুকুম স্মরণ করে পালন কর এবং তোমাদের হৃদয়ের কামনা ও চোখের অভিলাষে যেভাবে তোমরা জেনাকারী হয়ে থাক, তোমরা সেরকম না কর;

40. যেন আমার সমস্ত হুকুম স্মরণ কর ও পালন কর এবং তোমার আল্লাহ্‌র উদ্দেশে পবিত্র হও।

41. আমি মাবুদ তোমাদের আল্লাহ্‌; আমি তোমাদের আল্লাহ্‌ হবার জন্য তোমাদেরকে মিসর দেশ থেকে বের করে এনেছি; আমি মাবুদ তোমাদের আল্লাহ্‌।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 15