ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লেবীয় 9:16-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. পরে তিনি পোড়ানো-কোরবানী এনে নিয়ম অনুসারে কোরবানী করলেন।

17. আর শস্য-উৎসর্গ এনে তার এক মুষ্টি নিয়ে কোরবানগাহ্‌র উপরে পুড়িয়ে দিলেন। এছাড়া, তিনি প্রাতঃকালীন পোড়ানো-কোরবানী করলেন।

18. পরে তিনি লোকদের জন্য মঙ্গল-কোরবানী ঐ ষাঁড় ও ভেড়া জবেহ্‌ করলেন এবং হারুনের পুত্ররা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি কোরবানগাহ্‌র উপরে চারদিকে তা ছিটিয়ে দিলেন।

19. পরে ষাঁড়ের চর্বি ও ভেড়ার লেজ এবং অন্ত্রগুলোর ও বৃক্কের উপরিভাগের চর্বি ও কলিজার উপরিভাগের অংশগুলো,

20. এ সব চর্বি নিয়ে দু’টি বুকের উপরে রাখলেন ও কোরবানগাহ্‌র উপরে সেই চর্বি পুড়িয়ে দিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লেবীয় 9