ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লেবীয় 9:11-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. কিন্তু তার গোশ্‌ত ও চামড়া শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দিলেন।

12. পরে তিনি পোড়ানো-কোরবানী করলেন এবং হারুনের পুত্ররা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি কোরবানগাহ্‌র উপরে চারদিকে তা ছিটিয়ে দিলেন।

13. পরে তাঁরা পোড়ানো-কোরবানীর মাংসের খণ্ডগুলো ও মাথা তাঁর কাছে আনলেন ও তিনি সেসব কোরবানগাহ্‌র উপরে পুড়িয়ে দিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লেবীয় 9