ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লেবীয় 23:25-38 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না, কিন্তু মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে।

26. আর মাবুদ মূসাকে বললেন,

27. আবার ঐ সপ্তম মাসের দশম দিন কাফ্‌ফারা করার দিন; সেদিন তোমাদের পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে ও তোমরা নিজ নিজ প্রাণকে দুঃখ দেবে এবং মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে।

28. আর সেদিন তোমরা কোন কাজ করবে না; কেননা তোমাদের আল্লাহ্‌ মাবুদের সম্মুখে তোমাদের জন্য কাফ্‌ফারা দিতে হবে বলে তা কাফ্‌ফারা দিন হবে।

29. সেদিন যে কেউ তার প্রাণকে দুঃখ না দেয়, সে নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।

30. আর সেদিন যে কোন ব্যক্তি কোন কাজ করে, তাকে আমি নিজের লোকদের মধ্য থেকে মুছে ফেলব।

31. তোমরা কোন কাজ করো না; এটি তোমাদের সমস্ত নিবাসে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম।

32. সেদিন তোমাদের পূর্ণ বিশ্রামের বিশ্রামবার হবে, আর তোমরা নিজ নিজ প্রাণকে দুঃখ দেবে; মাসের নবম দিন সন্ধ্যাবেলা, এক সন্ধ্যা থেকে অপর সন্ধ্যা পর্যন্ত, তোমাদের বিশ্রামবার পালন করবে।

33. আর মাবুদ মূসাকে বললেন,

34. তুমি বনি-ইসরাইলকে বল, ঐ সপ্তম মাসের পঞ্চদশ দিন থেকে সাত দিন পর্যন্ত মাবুদের উদ্দেশে কুটির উৎসব হবে।

35. প্রথম দিনে পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না।

36. সাতদিন তোমরা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে; পরে অষ্টম দিনে তোমাদের পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে; আর তোমরা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে; এটি ঈদের মাহ্‌ফিল; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না।

37. এসব মাবুদের ঈদ। এসব ঈদ তোমরা পবিত্র মিলন-মাহ্‌ফিল বলে ঘোষণা করবে এবং প্রতিদিন যেমন কর্তব্য, সেই অনুসারে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার, পোড়ানো-কোরবানী, শস্য-উৎসর্গ এবং কোরবানী ও পেয় উপহার কোরবানী করবে।

38. মাবুদের বিশ্রামবার থেকে, মাবুদের উদ্দেশে দাতব্য তোমাদের দান থেকে, তোমাদের সমস্ত মানত থেকে ও তোমাদের স্বেচ্ছাদত্ত সমস্ত উপহার থেকে এসব ভিন্ন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লেবীয় 23