ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লেবীয় 21:12-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. এবং পবিত্র স্থান থেকে বাইরে যাবে না এবং তার আল্লাহ্‌র পবিত্র স্থান নাপাক করবে না, কেননা তার আল্লাহ্‌র অভিষেক তেলের সংস্কার তার উপরে আছে; আমি মাবুদ।

13. আর সে কেবল কুমারী মেয়েকে বিয়ে করবে।

14. বিধবা, বা স্বামী পরিত্যক্তা, বা ভ্রষ্টা স্ত্রী, বা পতিতা, এদের কাউকেও বিয়ে করবে না; সে তার নিজের লোকদের মধ্যে এক জন কুমারীকে বিয়ে করবে।

15. সে নিজের লোকদের মধ্যে নিজের বংশ নাপাক করবে না, কেননা আমি মাবুদ তার পবিত্রকারী।

16. আর মাবুদ মূসাকে বললেন,

17. তুমি হারুনকে বল, পুরুষানুক্রমে তোমার বংশের মধ্যে যার শরীরে খুঁত থাকে, সে তার আল্লাহ্‌র উদ্দেশে খাবার উৎসর্গ করতে কোরবানগাহ্‌র নিকটবর্তী না হোক।

18. যে ব্যক্তির খুঁত আছে, সে কোরবানগাহ্‌র নিকটবর্তী হবে না; অন্ধ, বা খঞ্জ, বা খাঁদা, বা অস্বাভাবিক ভাবে লম্বা অঙ্গ,

19. বা ভাঙ্গা পা, বা ভাঙ্গা হাত,

20. বা কুঁজো, বা বামন, বা ছানিপড়া, বা শ্বেতিরোগী, বা স্ফোটক-বিশিষ্ট, বা অণ্ডকোষ নষ্ট;

21. কোন খুঁতবিশিষ্ট পুরুষ ইমাম হারুনের বংশের মধ্যে আছে, সে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করতে কোরবানগাহ্‌র নিকটবর্তী হবে না; তার খুঁত আছে, সে তার আল্লাহ্‌র উদ্দেশে খাবার উৎসর্গ করতে কোরবানগাহ্‌র নিকটবর্তী হবে না।

22. সে তার আল্লাহ্‌র খাদ্য, অতি পবিত্র বস্তু ও পবিত্র বস্তু ভোজন করতে পারবে;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লেবীয় 21