ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 8:5-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. হে অবোধেরা, চতুরতা শিক্ষা কর;হে হীনবুদ্ধিরা, সুবুদ্ধি সম্পন্ন হও।

6. শোন, কেননা আমি উৎকৃষ্ট কথা বলবো,আমার মুখের কথা ন্যায়-সঙ্গত।

7. আমার মুখ সত্যি বলবে,নাফরমানী আমার ওষ্ঠের ঘৃণাস্পদ।

8. আমার মুখের সমস্ত কালাম ধর্মময়;তার মধ্যে বক্রতা বা কুটিলতা কিছুই নেই।

9. বুদ্ধিমানের কাছে সেসব স্পষ্ট,জ্ঞানীদের কাছে সেসব সরল।

10. আমার শাসনই গ্রহণ কর, রূপা নয়,উৎকৃষ্ট সোনার চেয়ে জ্ঞান ভাল করতে আগ্রহী হও।

11. কেননা প্রজ্ঞা মুক্তা হতেও উত্তম,কোন অভীষ্ট বস্তু তার সমান নয়।

12. আমি প্রজ্ঞা, চতুরতার সঙ্গে বাস করি,পরিণামদর্শিতার তত্ত্ব জানি।

13. মাবুদের ভয় নাফরমানীর প্রতি ঘৃণা;অহঙ্কার, দাম্ভিকতা ও কুপথ,এবং কুটিল মুখও আমি ঘৃণা করি।

14. পরামর্শ ও বুদ্ধিকৌশল আমার,আমিই সুবিবেচনা, পরাক্রম আমার।

15. আমা দ্বারা বাদশাহ্‌রা রাজত্ব করেন,মন্ত্রীরা ধর্মব্যবস্থা স্থাপন করেন।

16. আমা দ্বারা শাসনকর্তারা শাসন করেন,অধিপতিরা, দুনিয়ার সমস্ত বিচারকর্তারা শাসন করেন।

17. যারা আমাকে মহব্বত করে, আমিও তাদেরকে মহব্বত করি,যারা সযত্নে আমার খোঁজ করে, তারা আমাকে পায়।

18. আমার কাছে রয়েছে ঐশ্বর্য ও সম্মান,অক্ষয় সম্পত্তি ও উন্নতি।

19. সোনা ও খাঁটি সোনার চেয়েও আমার ফল উত্তম,উৎকৃষ্ট রূপার চেয়েও আমার উপহার উত্তম।

20. আমি ধার্মিকতার পথে গমন করি,বিচারের পথের মধ্য দিয়ে গমন করি,

21. যেন, যারা আমাকে মহব্বত করে,তাদেরকে সম্পদ দান করি,তাদের ভাণ্ডারগুলো পরিপূর্ণ করি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 8