ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 8:31-36 কিতাবুল মোকাদ্দস (BACIB)

31. আমি তাঁর দুনিয়াতে আহ্লাদ করতাম,বনি-আদমগণে আমার আনন্দ হত।

32. অতএব বৎসরা, এখন আমার কথা শোন;কেননা তারা সুখী, যারা আমার পথে চলে।

33. তোমরা শাসন মান্য কর, জ্ঞানবান হও;তা অগ্রাহ্য করো না।

34. সুখী সেই ব্যক্তি, যে আমার কথা শুনে,যে প্রতিদিন আমার দ্বারে জাগ্রত থাকে,আমার দ্বারের চৌকাঠে থেকে অপেক্ষা করে।

35. কেননা যে আমাকে পায়, সে জীবন পায়,এবং মাবুদের রহমত ভোগ করে।

36. কিন্তু যে আমার বিরুদ্ধে গুনাহ্‌ করে,সে তার প্রাণের অনিষ্ট করে;যেসব লোক আমাকে ঘৃণা করে,তারা মৃত্যুকে ভালবাসে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 8