ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 8:20-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. আমি ধার্মিকতার পথে গমন করি,বিচারের পথের মধ্য দিয়ে গমন করি,

21. যেন, যারা আমাকে মহব্বত করে,তাদেরকে সম্পদ দান করি,তাদের ভাণ্ডারগুলো পরিপূর্ণ করি।

22. মাবুদ নিজের পথের আরম্ভে আমাকে পেয়েছিলেন,তাঁর কাজগুলোর আগে, পূর্বাবধি।

23. আমি স্থাপিত হয়েছি অনাদি কাল থেকে,আদি থেকে, দুনিয়ার সৃষ্টির আগে থেকে।

24. জলধি যখন হয় নি, তখন আমি জন্মেছিলাম,যখন পানিতে পূর্ণ সমস্ত ফোয়ারা সৃষ্টি হয় নি।

25. পর্বতগুলো স্থাপিত হবার আগে,উপপর্বতগুলোর আগে আমি জন্মেছিলাম;

26. তখন তিনি দুনিয়া ও এর ভূমি নির্মাণ করেন নি,দুনিয়ার ধূলির প্রথম অণুও গড়েন নি।

27. যখন তিনি আসমান প্রস্তুত করেন,তখন আমি সেখানে ছিলাম;যখন তিনি জলধিপৃষ্ঠের চক্রাকার সীমা নির্ধারণ করলেন,

28. যখন তিনি ঊর্ধ্বস্থ আসমান দৃঢ়ভাবে নির্মাণ করলেন,যখন জলধির প্রবাহগুলো প্রবল হল,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 8