ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 8:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. প্রজ্ঞা কি ডাকে না?বুদ্ধি কি উচ্চৈঃস্বর করে না?

2. সে পথের পাশে অবস্থিত উঁচু স্থানের চূড়ায়,পথগুলোর সংযোগস্থানে দাঁড়ায়;

3. সে তোরণদ্বার-সমীপে, নগরের অগ্রভাগে,দ্বারের প্রবেশ-স্থানে থেকে উচ্চৈঃস্বরে বলে,

4. হে মানবগণ, আমি তোমাদের ডাকি,বনি-আদমদের নিকটেই আমার বাণী।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 8