ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 6:26-35 কিতাবুল মোকাদ্দস (BACIB)

26. কেননা পতিতাগমন দ্বারা অন্নাভাব ঘটে,পরস্ত্রী মানুষের মহামূল্য প্রাণ শিকার করে।

27. কেউ যদি বক্ষঃস্থলে আগুন রাখে,তবে তার কাপড় কি পুড়ে যাবে না?

28. কেউ যদি জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে চলে,তবে তার পা কি পুড়ে যাবে না?

29. তদ্রূপ যে প্রতিবেশীর স্ত্রীর কাছে গমন করে;যে তাকে স্পর্শ করে, সে অদণ্ডিত থাকবে না।

30. যে ক্ষুধিত হয়ে প্রাণের তৃপ্তির জন্য চুরি করে,লোকে সেই চোরকে উপেক্ষা করে না;

31. কিন্তু ধরা পড়লে তাকে সাত গুণ ফিরিয়ে দিতে হবে,তার বাড়ির সর্বস্বও তুলে দিতে হবে।

32. যে পুরুষ জেনা করে সে বুদ্ধিবিহীন,সে তা করে নিজের প্রাণ নিজে নষ্ট করে।

33. সে আঘাত ও অবমাননা পাবে;তার দুর্নাম কখনও ঘুচবে না।

34. যেহেতু অন্তর্জ্বালা স্বামীর ক্রোধ জাগিয়ে তোলে,প্রতিশোধের দিনে সে ক্ষমা করবে না;

35. সে কোন রকম ক্ষতিপূরণই গ্রাহ্য করবে না,অনেক ঘুষ দিলেও সম্মত হবে না।    

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 6