ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 31:24-31 কিতাবুল মোকাদ্দস (BACIB)

24. তিনি সূক্ষ্ম কাপড় প্রস্তুত করে বিক্রি করেন,বণিকের হাতে কটিবস্ত্র তুলে দেন।

25. শক্তি ও সমাদর তাঁর পরিচ্ছদ;তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাসবেন।

26. তিনি প্রজ্ঞার সঙ্গে মুখ খোলেন,তাঁর কথায় দয়ার ব্যবস্থা থাকে।

27. তিনি নিজের পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন,তিনি আলস্যের খাদ্য খান না।

28. তাঁর সন্তানেরা উঠে তাঁকে সুখী বলে;তাঁর স্বামীও বলেন, আর তাঁর এরকম প্রশংসা করেন,

29. “অনেক মেয়ে অনেক গুণ প্রদর্শন করেছে,কিন্তু তাদের মধ্যে সবচেয়ে তুমি শ্রেষ্ঠা।”

30. লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার,কিন্তু যে স্ত্রী মাবুদকে ভয় করেন,তিনিই প্রশংসনীয়া।

31. তোমরা তাঁর অর্জিত পুরস্কার তাঁকে দাও,নগর-দ্বারগুলোতে তাঁর কাজ তাঁর প্রশংসা করুক।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 31