ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 30:3-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. আমি প্রজ্ঞা শিক্ষা করি নি,পবিত্রতমের জ্ঞান আমার নেই।

4. কে বেহেশতে গিয়ে নেমে এসেছেন?কে তার মুষ্টিদ্বয়ে বায়ু গ্রহণ করেছেন?কে তার কাপড়ের মধ্যে জলরাশি বেঁধেছেন?কে দুনিয়ার সমস্ত প্রান্ত স্থাপন করেছেন?তাঁর নাম কি? তাঁর পুত্রের নাম কি? যদি জান, বল।

5. আল্লাহ্‌র প্রত্যেক কালাম পরীক্ষাসিদ্ধ;তিনি নিজের শরণাপন্ন লোকদের ঢালস্বরূপ।

6. তাঁর কালামের সঙ্গে কিছু যোগ করো না;পাছে তিনি তোমার দোষ ব্যক্ত করেন,আর তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন হও।

7. আমি তোমার কাছে দুই বর ভিক্ষা করেছি,আমার জীবন থাকতে তা অস্বীকার করো না;

8. প্রবঞ্চনা ও মিথ্যা কথা আমার কাছ থেকে দূর কর;দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না,আমার নিরূপিত খাদ্যই আমাকে আহার করাও;

9. পাছে অতি তৃপ্ত হলে আমি তোমাকে অস্বীকার করে বলি, মাবুদ কে?কিংবা পাছে দরিদ্র হলে চুরি করে বসি,ও আমার আল্লাহ্‌র নাম অপব্যবহার করি।

10. মালিকের কাছে গোলামের দুর্নাম করো না,পাছে সে তোমাকে বদদোয়া দেয় ও তুমি অপরাধী হও।

11. একটি বংশ আছে, তারা পিতাকে বদদোয়া দেয়,আর মাতাকে মঙ্গলবাদ করে না।

12. একটি বংশ আছে, তারা নিজেদের দৃষ্টিতে পাক-পবিত্র,তবু নিজেদের মলিনতা থেকে পাক-সাফ হয় নি।

13. একটি বংশ আছে, তাদের দৃষ্টি কেমন উঁচু!তাদের চোখের পাতা উন্নত।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 30