ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 30:10-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. মালিকের কাছে গোলামের দুর্নাম করো না,পাছে সে তোমাকে বদদোয়া দেয় ও তুমি অপরাধী হও।

11. একটি বংশ আছে, তারা পিতাকে বদদোয়া দেয়,আর মাতাকে মঙ্গলবাদ করে না।

12. একটি বংশ আছে, তারা নিজেদের দৃষ্টিতে পাক-পবিত্র,তবু নিজেদের মলিনতা থেকে পাক-সাফ হয় নি।

13. একটি বংশ আছে, তাদের দৃষ্টি কেমন উঁচু!তাদের চোখের পাতা উন্নত।

14. একটি বংশ আছে, তাদের দাঁত তলোয়ার ও চোয়ালের দন্তে ছুরি বসানো,যেন দেশ থেকে দুঃখীদের, মানুষের মধ্য থেকে দরিদ্রদেরকে গ্রাস করে।

15. জোঁকের দু’টা কন্যা আছে, ‘দেহি, দেহি’।তিনটা জিনিস কখনও তৃপ্ত হয় না।চারটা জিনিস কখনও বলে না, যথেষ্ট হল;

16. পাতাল,বন্ধ্যা স্ত্রীলোকের জঠর,ভূমি, যা পানিতে তৃপ্ত হয় না,আগুন, যা বলে না, যথেষ্ট হল।

17. যে চোখ তার পিতাকে পরিহাস করে,নিজের মাতার হুকুম মানতে অবহেলা করে,উপত্যকার কাকেরা তা তুলে নবে,ঈগল পাখির বাচ্চাগুলো তা খেয়ে ফেলবে।

18. তিনটা জিনিস আমার জ্ঞানের অগম্য,চারটা জিনিস আমি বুঝতে পারি না;

19. ঈগল পাখির পথ আসমানে,সাপের পথ শৈলের উপরে,জাহাজের পথ সমুদ্রের মধ্যস্থলে,পুরুষের পথ যুবতীতে।

20. জেনাকারীণীর পথও তদ্রূপ;সে খেয়ে মুখ মোছে,আর বলে, আমি অধর্ম করি নি।

21. তিনটার ভারে ভূতল কাঁপে,চারটার ভারে কাঁপে, সইতে পারে না;

22. গোলামের ভার, যখন সে রাজত্ব লাভ করে,মূর্খের ভার, যখন সে ভক্ষ্যে পরিতৃপ্ত হয়,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 30