ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 3:25-35 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. আকস্মিক বিপদকে ভয় পেয়ো না,দুষ্টের বিনাশ আসলে তাকে ভয় পেয়ো না;

26. কেননা মাবুদ তোমার বিশ্বাসভূমি হবেন,ফাঁদ থেকে তোমার পা রক্ষা করবেন।

27. যাদের মঙ্গল করা উচিত,তাদের মঙ্গল করতে অস্বীকার করো না,যখন তা করার ক্ষমতা তোমার হাতে থাকে।

28. তোমার প্রতিবেশীকে বলো না,‘যাও, আবার এসো, আমি আগামীকাল দিব’,যখন তোমার হাতে থাকে।

29. তোমার প্রতিবেশীর বিরুদ্ধে কুসঙ্কল্প করো না,সে তো তোমার কাছে নির্ভয়ে বাস করে।

30. অকারণে কোন ব্যক্তির সঙ্গে বিরোধ করো না,যদি সে তোমার অপকার না করে থাকে।

31. জুলুমবাজের প্রতি ঈর্ষা করো না,আর তার কোন পথ মনোনীত করো না;

32. কেননা যে ব্যক্তি খল সে মাবুদের ঘৃণার পাত্র;কিন্তু সরলদের সঙ্গে তাঁর ঘনিষ্টতা আছে।

33. দুষ্টের বাড়িতে মাবুদের বদদোয়া বর্ষিত হয়,কিন্তু তিনি ধার্মিকদের নিবাসকে দোয়া করেন।

34. নিশ্চয়ই তিনি নিন্দুকদের নিন্দা করেন,কিন্তু নম্রদেরকে রহমত প্রদান করেন,

35. জ্ঞানবানেরা সম্মানের অধিকারী হবে,কিন্তু অপমানই হীনবুদ্ধিদের পরিণাম।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 3