ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 3:21-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. বৎস, এসব তোমার দৃষ্টি-বহির্ভূত না হোক,তুমি সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা রক্ষা কর।

22. তাতে সেগুলো তোমার প্রাণের জীবনস্বরূপ হবে,তোমার কণ্ঠের শোভাস্বরূপ হবে।

23. তখন তুমি নিজের পথে নির্ভয়ে গমন করবে,তোমার পায়ে হোঁচট লাগবে না।

24. শয়নকালে তুমি ভয় করবে না,তুমি শয়ন করবে, তোমার নিদ্রা সুখকর হবে।

25. আকস্মিক বিপদকে ভয় পেয়ো না,দুষ্টের বিনাশ আসলে তাকে ভয় পেয়ো না;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 3