ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 29:7-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. ধার্মিক দীনহীন লোকদের বিচার বোঝে;অজ্ঞ লোক জ্ঞান বোঝে না।

8. নিন্দাপ্রিয় লোকেরা নগরে আগুন লাগিয়ে দেয়;কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ শান্ত করে।

9. অজ্ঞানের সঙ্গে জ্ঞানবানের ঝগড়া হলে,সে রাগ করুক বা হাসুক, কিছুতেই শান্তি হয় না।

10. রক্তপাতী লোকেরা সিদ্ধব্যক্তিকে ঘৃণা করে;আর সরল লোকের প্রাণনাশের চেষ্টা করে।

11. হীনবুদ্ধি নিজের সমস্ত ক্রোধ প্রকাশ করে,কিন্তু জ্ঞানী তা সম্বরণ করে প্রশমিত করে।

12. যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেন,তাঁর কর্মকর্তারা সকলে দুষ্ট।

13. দরিদ্র ও জুলুমবাজ একটা ব্যাপারে সমান—মাবুদ উভয়ের চোখেই আলো দান করে থাকেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 29