ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 29:18-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. দর্শনের অভাবে লোকেরা উচ্ছৃঙ্খল হয়;কিন্তু যে আইন-কানুন মানে, সে সুখী।

19. কেবল কালাম দ্বারা গোলামের শাসন হয় না,কেননা সে বুঝলেও কথা মানবে না।

20. তুমি কি হঠকারী লোক দেখছ?তার চেয়ে বরং হীনবুদ্ধির বিষয়ে বেশি আশা আছে।

21. যে গোলামকে বাল্যাবধি কোমলভাবে প্রতিপালন করে,শেষে সেই গোলাম তার পুত্র হয়ে উঠে।

22. কোপন-স্বভাব ব্যক্তি ঝগড়া উত্তেজিত করে,বদমেজাজী ব্যক্তি বিস্তর অধর্ম করে।

23. মানুষের অহংকার তাকে নিচে নামাবে,কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাবে।

24. চোরের সহযোগী নিজের প্রাণকে ঘৃণা করে;সে কসম করাবার কথা শোনে, কিন্তু কিছু বলে না।

25. লোক-ভয় ফাঁদজনক;কিন্তু যে মাবুদের উপর ঈমান আনে,সে উঁচু স্থানে স্থাপিত হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 29