ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 28:7-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. যে আইন-কানুন মানে, সেই জ্ঞানবান পুত্র;কিন্তু পেটুকদের সখা পিতার অপমানজনক।

8. যে সুদ ও চক্রবৃদ্ধি সুদ নিয়ে নিজের ধন বাড়ায়,সে তা এমন একজনের জন্য সঞ্চয় করে যে দীনহীনদের প্রতি সদয়।

9. যে আইন-কানুন শোনা থেকে নিজের কান ফিরিয়ে নেয়,তার মুনাজাতও ঘৃণ্য।

10. যে সরল লোকদেরকে কুপথে নিয়ে ভ্রান্ত করে,সে তার নিজের গর্তেই পড়বে;কিন্তু সিদ্ধ লোকেরা মঙ্গলরূপ অধিকার পায়।

11. ধনী নিজের দৃষ্টিতে জ্ঞানবান,কিন্তু বুদ্ধিমান দরিদ্র তার পরীক্ষা করে।

12. ধার্মিকদের উল্লাসে মহাগৌরব হয়,কিন্তু দুষ্টদের উন্নতি হলে লোকদের খুঁজে পাওয়া ভার।

13. যে নিজের সমস্ত অধর্ম ঢেকে রাখে, সে কৃতকার্য হবে না;কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে, সে করুণা পাবে।

14. সুখী সেই ব্যক্তি, যে সর্বদা ভয় রাখে;কিন্তু যে অন্তর কঠিন করে, সে বিপদে পড়বে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 28