ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 28:23-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. কোন লোককে যে তিরস্কার করে, শেষে সে রহমত পাবে,যে জিহ্বাতে চাটুবাদ করে, সে নয়।

24. যে পিতা-মাতার ধন চুরি করে বলে, এই তো অধর্ম নয়,সে ব্যক্তি বিনাশকারীর সখা।

25. যে বেশি আকাঙক্ষা করে, সে ঝগড়া উত্তেজিত করে,কিন্তু যে মাবুদের উপর ঈমান আনে, সে পুষ্ট হবে।

26. যে নিজের হৃদয়কে বিশ্বাস করে, সে হীনবুদ্ধি;কিন্তু যে প্রজ্ঞা-পথে চলে, সে রক্ষা পাবে।

27. যে দরিদ্রকে দান করে, তার অভাব ঘটে না,কিন্তু যে চোখ মুদে, সে অনেক বদদোয়া পাবে।

28. দুষ্টদের উন্নতি হলে লোকেরা লুকায়;তারা বিনষ্ট হলে ধার্মিকেরা বৃদ্ধি পায়।  

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 28