ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 28:10-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. যে সরল লোকদেরকে কুপথে নিয়ে ভ্রান্ত করে,সে তার নিজের গর্তেই পড়বে;কিন্তু সিদ্ধ লোকেরা মঙ্গলরূপ অধিকার পায়।

11. ধনী নিজের দৃষ্টিতে জ্ঞানবান,কিন্তু বুদ্ধিমান দরিদ্র তার পরীক্ষা করে।

12. ধার্মিকদের উল্লাসে মহাগৌরব হয়,কিন্তু দুষ্টদের উন্নতি হলে লোকদের খুঁজে পাওয়া ভার।

13. যে নিজের সমস্ত অধর্ম ঢেকে রাখে, সে কৃতকার্য হবে না;কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে, সে করুণা পাবে।

14. সুখী সেই ব্যক্তি, যে সর্বদা ভয় রাখে;কিন্তু যে অন্তর কঠিন করে, সে বিপদে পড়বে।

15. যেমন গর্জনকারী সিংহ ও পর্যটনকারী ভল্লুক,তেমনি দীনহীন লোকের উপরে নিষ্ঠুর শাসনকর্তা।

16. যে শাসক হীনবুদ্ধি, সে আবার বড় জুলুমবাজ;কিন্তু যে লোভ ঘৃণা করে, সেই দীর্ঘজীবী হবে।

17. যে মানুষ নর হত্যার দোষে ভারাক্রান্ত,সে গর্ত পর্যন্ত পালাবে, কেউ তাকে নিবারণ না করুক।

18. যে সিদ্ধভাবে চলে, সে রক্ষা পাবে;কিন্তু যে বিপথগামী বাঁকা পথে চলে, সে গর্তের মধ্যে পড়বে।

19. যে নিজের জমি চাষ করে, সে যথেষ্ট আহার পায়;কিন্তু যে অসার লোকদের পিছনে পিছনে দৌড়ায়,তার ঢের অকুলান হয়।

20. বিশ্বস্ত লোক অনেক দোয়া পাবে;কিন্তু যে ধনবান হবার জন্য শীঘ্র করে, সে দণ্ডিত হবেই হবে।

21. পক্ষপাতিত্ব করা ভাল নয়,একখণ্ড রুটির জন্য অধর্ম করাও ভাল নয়।

22. যার চোখ মন্দ, সে ধনের চেষ্টায় ব্যতিব্যস্ত;সে জানে না যে, দীনতা তাকে গ্রাস করবে।

23. কোন লোককে যে তিরস্কার করে, শেষে সে রহমত পাবে,যে জিহ্বাতে চাটুবাদ করে, সে নয়।

24. যে পিতা-মাতার ধন চুরি করে বলে, এই তো অধর্ম নয়,সে ব্যক্তি বিনাশকারীর সখা।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 28