ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 26:18-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. যে পাগল জ্বলন্ত তীর নিক্ষেপ করে,তীর ও মৃত্যুজনক তীর নিক্ষেপ করে,

19. সে যেমন, তেমনি সেই ব্যক্তি,যে প্রতিবেশীকে প্রতারণা করে,আর বলে, আমি কি খেলা করছি না?

20. কাঠ শেষ হলে আগুন নিভে যায়,রটনাকারী না থাকলে ঝগড়া নিবৃত্ত হয়।

21. যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে অঙ্গার ও আগুনের পক্ষে কাঠ,তেমনি বিবাদের আগুন জ্বালাবার পক্ষে বিবাদী।

22. গুজবের কথা মিষ্টান্নস্বরূপ,তা অন্তরের অন্তঃপুরে প্রবিষ্ট হয়।

23. অনুরাগী বচন ও দুষ্ট কুটিল হৃদয়রূপার আভরণে মণ্ডিত মাটির পাত্রস্বরূপ।

24. যে ঘৃণা করে, সে ওষ্ঠাধরে ভান করে,কিন্তু মনের মধ্যে ছল রাখে;

25. তার কথা মিষ্টি হলেও তাকে বিশ্বাস করো না,কারণ তার অন্তরে সাতটা ঘৃণ্য বস্তু থাকে।

26. যদিও তার ঘৃণা কপটতায় আচ্ছন্ন,তার দুষ্টামি সমাজে প্রকাশিত হবে।

27. যে খাদ খনন করে, সে তার মধ্যে পড়বে;যে পাথর গড়িয়ে দেয়, তারই উপরে তা ফিরে আসবে।

28. মিথ্যাবাদী জিহ্বা যাদেরকে চূর্ণ করেছে, তাদেরকে ঘৃণা করে;আর তোষামোদকারী মুখ বিনাশ সাধন করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 26