ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 26:18-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. যে পাগল জ্বলন্ত তীর নিক্ষেপ করে,তীর ও মৃত্যুজনক তীর নিক্ষেপ করে,

19. সে যেমন, তেমনি সেই ব্যক্তি,যে প্রতিবেশীকে প্রতারণা করে,আর বলে, আমি কি খেলা করছি না?

20. কাঠ শেষ হলে আগুন নিভে যায়,রটনাকারী না থাকলে ঝগড়া নিবৃত্ত হয়।

21. যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে অঙ্গার ও আগুনের পক্ষে কাঠ,তেমনি বিবাদের আগুন জ্বালাবার পক্ষে বিবাদী।

22. গুজবের কথা মিষ্টান্নস্বরূপ,তা অন্তরের অন্তঃপুরে প্রবিষ্ট হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 26