ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 25:10-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. পাছে শ্রোতা তোমাকে তিরস্কার করে,আর তোমার অখ্যাতি না ঘোঁচে।

11. উপযুক্ত সময়ে বলা কথারূপার ডালিতে সোনার আপেল ফলের মত।

12. সোনার নথ ও কাঞ্চনের অলংকার যেমন,তেমনি বাধ্য লোকের কানের পক্ষে জ্ঞানবান ভর্ৎসনাকারী।

13. শস্য কাটার সময়ে যেমন তুষারের শীতলতা,তেমনি প্রেরণকর্তাদের পক্ষে বিশ্বস্ত দূত;কারণ সে নিজের মালিকের প্রাণ জুড়ায়।

14. যে তার দানের বিষয়ে মিথ্যা অহংকারের কথা বলে,সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর মত।

15. দীর্ঘসহিষ্ণুতা দ্বারা শাসনকর্তা প্ররোচিত হন,এবং কোমল জিহ্বা অস্থি ভগ্ন করে।

16. তুমি কি মধু পেয়েছ?যা তোমার পক্ষে যথেষ্ট, তা-ই খাও;পাছে বেশি খেলে বমি কর।

17. প্রতিবেশীর বাড়িতে তোমার পদার্পণ বিরল কর;পাছে বিরক্ত হয়ে সে তোমাকে ঘৃণা করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 25