ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 24:21-29 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. হে বৎস, মাবুদকে ভয় কর এবং বাদশাহ্‌কেও ভয় কর,পরিবর্তনপ্রিয় লোকদের সঙ্গে যোগ দিও না;

22. কেননা অকস্মাৎ তাদের বিপদ ঘটবে;উভয়ের দ্বারা যে সংহার হবে তা কে জানে?

23. এই সমস্ত জ্ঞানবানদের উক্তি।বিচারে পক্ষপাতিত্ব করা ভাল নয়।

24. যে দুষ্টকে বলে, তুমি ধার্মিক,জাতিরা তাকে বদদোয়া দেবে,লোকবৃন্দ তাকে ঘৃণা করবে।

25. কিন্তু যারা তাকে ধমক দেয়, তারা প্রীতিপাত্র হবে,তাদের প্রতি উত্তম দোয়া বর্ষিত হবে।

26. যে ব্যক্তি যথার্থ জবাব দেয়,সে ওষ্ঠাধর চুম্বন করে।

27. বাইরে তোমার কাজের আয়োজন কর,ক্ষেতে নিজের কাজ সম্পন্ন কর, পরে তোমার ঘর বাঁধ।

28. অকারণে তোমার প্রতিবেশীর বিপক্ষে সাক্ষী হয়ো না;তুমি কি কথার মধ্য দিয়ে প্রতারণা করতে চাও?

29. বলো না, ‘সে আমার প্রতি যেমন করেছে,আমিও তার প্রতি তেমনি করবো;তার যেমন কাজ, তাকে তেমনি ফল দেব।’

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 24