ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 23:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. ধন সঞ্চয় করতে অতিশয় যত্ন করো না,তোমার নিজের বুদ্ধি থেকে ক্ষান্ত হও।

5. তুমি যখন ধনের দিকে চাইছো, দেখ, তা আর নেই;কারণ ঈগল যেমন আসমানে উড়ে যায়,ধন তেমনি নিজের জন্য নিশ্চয়ই পাখা প্রস্তুত করে।

6. কৃপণের খাদ্য ভোজন করো না,তার সুস্বাদু খাবারে লালসা করো না;

7. কেননা সে অন্তরে যেমন ভাবে, নিজেও তেমনি;সে তোমাকে বলে, তুমি ভোজন পান কর,কিন্তু তার অন্তর তোমার সহবর্তী নয়।

8. তুমি যে গ্রাস খেয়েছ, তা বমি করবে,তোমার করা প্রশংসা বৃথা যাবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 23