ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 23:19-30 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. বৎস, তুমি শোন, জ্ঞানবান হও,তোমার হৃদয় সৎপথে চালাও।

20. মদ্যপায়ীদের সঙ্গী হয়ো না,পেটুক মাংসভোজীদের সঙ্গী হয়ো না;

21. কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে,এবং ঢুলু ঢুলু ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়।

22. তোমার জন্মদাতা পিতার কথা শোন,তোমার মা বৃদ্ধা হলে তাঁকে তুচ্ছ করো না।

23. সত্য ক্রয় কর, বিক্রি করো না;প্রজ্ঞা, শাসন ও সুবিবেচনা ক্রয় কর।

24. ধার্মিকের পিতা মহা-উল্লসিত হন,জ্ঞানবানের জন্মদাতা তাতে আনন্দ করেন।

25. তোমার পিতা-মাতা আহ্লাদিত হোন,তোমার জননী উল্লসিতা হোন।

26. হে বৎস, তোমার হৃদয় আমাকে দাওতোমার চোখ আমার পথগুলোতে প্রীত হোক।

27. কেননা পতিতা গভীর খাত,জেনাকারী স্ত্রী সঙ্কীর্ণ কূপ।

28. সে দস্যুর মত ঘাঁটি বসায়,মানুষের মধ্যে বিশ্বাসঘাতক দলের সংখ্যা বৃদ্ধি করে।  

29. কে হায় হায় বলে? কে হাহাকার করে?কে ঝগড়া করে? কে মাতম করে?কে অকারণ আঘাত পায়?কার চোখ লাল হয়?

30. যারা আঙ্গুর-রসের কাছে বহুকাল থাকে,যারা সুরার সন্ধানে যায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 23