ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 21:7-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. দুষ্টদের দুর্জনতা তাদেরকে উড়িয়ে দেয়,কেননা তারা ন্যায়াচরণ করতে অসম্মত।

8. দোষ-ভারাক্রান্ত লোকের পথ ভীষণ বাঁকা;কিন্তু বিশুদ্ধ লোকের কাজ সরল।

9. ছাদের কোণে বাস করা বরং ভাল,তবু বিবাদিনী স্ত্রীর সঙ্গে প্রশস্ত বাড়িতে বাস করা নয়।

10. দুষ্টের প্রাণ অনিষ্টের আকাঙক্ষী,তার দৃষ্টিতে তার প্রতিবেশী করুণা পায় না।

11. নিন্দুককে দণ্ড দিলে অবোধ বুদ্ধিমান হয়,বুদ্ধিমানকে বুঝিয়ে দিলে সে জ্ঞান গ্রহণ করে।

12. যিনি ধর্মময়, যিনি দুষ্টদের কুলের বিষয় বিবেচনা করেন;তিনি দুষ্টদেরকে ধ্বংস করেন।

13. যে দরিদ্রের ক্রন্দনে কান বন্ধ করে রাখা,সে নিজে যখন ডাকবে, তখন উত্তর পাবে না।

14. গুপ্ত দান ক্রোধ শান্ত করে,আর বক্ষঃস্থলে দেওয়া উপঢৌকন প্রচণ্ড ক্রোধ শান্ত করে।

15. ন্যায়াচরণ ধার্মিকের পক্ষে আনন্দ,কিন্তু দুর্বৃত্তদের পক্ষে তা সর্বনাশ।

16. যে বুদ্ধির পথ ছেড়ে ভ্রমণ করে,সে মৃতদের সমাজে থাকবে।

17. যে আমোদ ভালবাসে, তার দৈন্যদশা ঘটবে;যে আঙ্গুর-রস ও তেল ভালবাসে, সে ধনবান হবে না।

18. দুষ্ট ধার্মিকদের মুক্তির মূল্যস্বরূপ,বিশ্বাসঘাতক সরলদের মূল্যস্বরূপ,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 21