ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 2:13-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. যারা সরলতার পথ ত্যাগ করে,অন্ধকার-পথে চলবার জন্য;

14. যারা কুকর্ম সাধনে আনন্দিত হয়,নীচতার কুটিলতায় উল্লসিত হয়;

15. যারা বাঁকা পথের পথিক,নিজ নিজ আচরণে বিপথগামী।

16. সে তোমাকে নিস্তার করবে জেনাকারী স্ত্রী থেকে,সেই চাটুবাদিনী বিজাতীয়া থেকে,

17. যে যৌবনকালের মিত্রকে ত্যাগ করে,নিজের আল্লাহ্‌র নিয়ম ভুলে যায়;

18. কেননা ওর বাড়ি মৃত্যুর দিকে অবনত,ওর পথ মৃতলোকের দিকে ধাবমান;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 2