ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 19:1-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. যে দরিদ্র নিজের সিদ্ধতায়চলে,সে কুটিল ওষ্ঠ হীনবুদ্ধির চেয়ে ভাল।

2. প্রাণ জ্ঞানবিহীন হলে মঙ্গল নেই,যে দ্রুত পাদবিক্ষেপ করে, সে পথ হারায়।

3. মানুষের অজ্ঞানতা তার পথ বিপরীত করে,আর তার অন্তর মাবুদের উপরে রুষ্ট হয়।

4. ধন দ্বারা অনেক বন্ধু লাভ হয়;কিন্তু দরিদ্র নিজের বন্ধু থেকে পৃথক হয়।

5. মিথ্যাসাক্ষী দণ্ডিত হবেই হবে,মিথ্যাভাষী রক্ষা পাবে না।

6. অনেকে বদান্যতার স্তুতিবাদ করে,এবং সকলে দানশীলের বন্ধু হয়।

7. দরিদ্রের ভাইয়েরা সকলে তাকে ঘৃণা করে,আরও নিশ্চয়, তার বন্ধুরা তা থেকে দূরে যায়;সে আলাপের চেষ্টা করে, কিন্তু তাদের কাছে পায় না।

8. যে বুদ্ধি অর্জন করে, সে তার প্রাণকে মহব্বত করে,যে বিবেচনা রক্ষা করে, সে মঙ্গল পায়।

9. মিথ্যাসাক্ষী দণ্ডিত হবেই হবে,মিথ্যাভাষী বিনাশ পাবে।

10. সুখভোগ হীনবুদ্ধির অনুপযুক্ত,শাসনকর্তাদের উপরে গোলামের কর্তৃত্ব আরও অনুপযুক্ত।

11. মানুষের বুদ্ধি তাকে ক্রোধে ধীর করে,আর দোষ ছেড়ে দেওয়া তার শোভা।

12. বাদশাহ্‌র ক্রোধ সিংহের হুঙ্কারের মত;কিন্তু তাঁর অনুগ্রহ ঘাসের উপরিস্থ শিশিরের মত।

13. হীনবুদ্ধি পুত্র পিতার বিষাদজনক,আর স্ত্রীর ঝগড়া অবিরত বিন্দুপাতের মত।

14. বাড়ি ও ধন পৈত্রিক অধিকার;কন্তু বুদ্ধিমতী স্ত্রী মাবুদ থেকে পাওয়া যায়।

15. আলস্য অগাধ নিদ্রা নিয়ে আসে,এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়।

16. যে হুকুম পালন করে, সে নিজের প্রাণ রক্ষা করে;যে তার নিজের পথ উপেক্ষা করে, সে বিনষ্ট হবে।

17. যে দরিদ্রকে কৃপা করে, সে মাবুদকে ঋণ দেয়;তিনি তার সেই উপকারের পরিশোধ করবেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 19