ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 17:13-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. যে উপকার পেয়ে অপকার করে,অপকার তার বাড়ি ত্যাগ করবে না।

14. বিবাদের আরম্ভ বাঁধভাঙ্গা পানির মত;অতএব উত্থিত হবার আগে ঝগড়া ত্যাগ কর।

15. যে দুষ্টকে নির্দোষ করে ও যে ধার্মিককে দোষী করে,তারা উভয়েই মাবুদের ঘৃণাস্পদ।

16. হীনবুদ্ধির হাতে অর্থ কেন থাকবে?কি প্রজ্ঞা ক্রয় করার জন্য? তার যে বুদ্ধি নেই।

17. বন্ধু সব সময়েই মহব্বত করে,ভাই দুর্দশার সময়ে সাহায্যের জন্য জন্মে।

18. হীনবুদ্ধি হাতে হাত তালি দেয়,প্রতিবেশীর কাছে জামিন হয়।

19. যে বিরোধ ভালবাসে, সে অধর্ম ভালবাসে;যে নিজের দরজা উঁচু করে, সে বিনাশের খোঁজ করে।

20. যে কুটিলমনা, সে মঙ্গল পায় না;যার জিহ্বা বাঁকা, সে বিপদে পড়ে।

21. হীনবুদ্ধির জন্মদাতা নিজের খেদ জন্মায়;মূর্খের পিতা আনন্দ পায় না।

22. আনন্দিত হৃদয় দেহের স্বাস্থ্যজনক;কিন্তু ভগ্ন রূহ্‌ অস্থি শুকিয়ে ফেলে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 17