ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 16:8-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. ধার্মিকতার সঙ্গে অল্পও ভাল,তবুও অন্যায়ের সঙ্গে প্রচুর আয় ভাল নয়।

9. মানুষের মন নিজের পথের বিষয় সঙ্কল্প করে;কিন্তু মাবুদ তার পদক্ষেপ স্থির করেন।

10. বাদশাহ্‌র ওষ্ঠে অনুপ্রাণিত বিচারাজ্ঞা থাকে,বিচারে তাঁর মুখ গুনাহ্‌ করবে না।

11. খাঁটি বাটখারা ও দাঁড়িপাল্লা মাবুদেরই;থলের বাটখারাগুলো তাঁর কৃত বস্তু।

12. দুষ্ট আচরণ বাদশাহ্‌দের ঘৃণাস্পদ;কারণ ধার্মিকতায় সিংহাসন স্থির থাকে।

13. সত্যবাদী ওষ্ঠাধর বাদশাহ্‌দের প্রিয়,তাঁরা ন্যায়বাদীকে ভালবাসেন।

14. বাদশাহ্‌র ক্রোধ মৃত্যুর দূতদের মত;কিন্তু জ্ঞানবান লোক তা শান্ত করে।

15. বাদশাহ্‌র মুখের আলোতে জীবন,তাঁর অনুগ্রহ অন্তিম বর্ষার মেঘ।

16. সোনার চেয়ে প্রজ্ঞা লাভ কেমন উত্তম;রূপার চেয়ে বিবেচনা লাভ করা কত পছন্দনীয়!

17. দুষ্কর্ম থেকে সরে যাওয়াই সরলদের রাজপথ;যে তার নিজের পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়।

18. বিনাশের আগে অহঙ্কার,পতনের আগে মনের গর্ব।

19. বরং দীনহীনদের সঙ্গে নম্রাত্মা হওয়া ভাল,তবু অহঙ্কারীদের সঙ্গে লুট ভাগ করা ভাল নয়।

20. যে কালামে মন দেয়, সে মঙ্গল পায়;এবং যে মাবুদের উপর নির্ভর করে, সে সুখী।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 16