ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 16:6-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. দয়া ও বিশ্বস্ততায় অপরাধের কাফ্‌ফারা হয়,আর মাবুদের ভয়ে মানুষ মন্দ থেকে সরে যায়।

7. মানুষের পথ যখন মাবুদের সন্তোষজনক হয়,তখন তিনি তার দুশমনদের তার সঙ্গে শান্তিতে বাস করান।

8. ধার্মিকতার সঙ্গে অল্পও ভাল,তবুও অন্যায়ের সঙ্গে প্রচুর আয় ভাল নয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 16