ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 16:15-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. বাদশাহ্‌র মুখের আলোতে জীবন,তাঁর অনুগ্রহ অন্তিম বর্ষার মেঘ।

16. সোনার চেয়ে প্রজ্ঞা লাভ কেমন উত্তম;রূপার চেয়ে বিবেচনা লাভ করা কত পছন্দনীয়!

17. দুষ্কর্ম থেকে সরে যাওয়াই সরলদের রাজপথ;যে তার নিজের পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়।

18. বিনাশের আগে অহঙ্কার,পতনের আগে মনের গর্ব।

19. বরং দীনহীনদের সঙ্গে নম্রাত্মা হওয়া ভাল,তবু অহঙ্কারীদের সঙ্গে লুট ভাগ করা ভাল নয়।

20. যে কালামে মন দেয়, সে মঙ্গল পায়;এবং যে মাবুদের উপর নির্ভর করে, সে সুখী।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 16