ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 14:8-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. নিজের পথ বুঝে নেওয়া সতর্কের প্রজ্ঞা,কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা ছলমাত্র।

9. অজ্ঞানেরা দোষকে উপহাস করে;কিন্তু ধার্মিকদের কাছে অনুগ্রহ থাকে।

10. অন্তঃকরণ আপনার তিক্ততা বোঝে,অপর লোক তার আনন্দের ভাগী হতে পারে না।

11. দুষ্টদের বাড়ি বিনষ্ট হবে;কিন্তু সরলদের তাঁবু সতেজ হবে।

12. একটি পথ আছে, যা মানুষের দৃষ্টিতে সরল মনে হয়;কিন্তু তার পরিণাম মৃত্যুর পথ।

13. হাসবার সময়েও মনোদুঃখ হতে পারে,আর আনন্দের পরিণাম খেদ হতে পারে।

14. যে অন্তর বিপথগামী, সে নিজের আচরণের পূর্ণ ফল পায়;কিন্তু সৎ লোক নিজের থেকে তৃপ্ত হয়।

15. যে অবোধ, সে সকল কথায় বিশ্বাস করে,কিন্তু সতর্ক লোক নিজের পদক্ষেপের প্রতি লক্ষ্য রাখে।

16. জ্ঞানবান ভয় করে মন্দ থেকে সরে যায়;কিন্তু হীনবুদ্ধি অসতর্ক ও দুঃসাহসী।

17. যে শীঘ্র ক্রুদ্ধ হয়, সে অজ্ঞানের কাজ করে,আর কু-কল্পনাকারী ঘৃণার পাত্র হয়।

18. অবোধদের পুরস্কার অজ্ঞানতা;কিন্তু সতর্ক লোকেরা জ্ঞানমুকুটে বিভূষিত হয়।

19. দুর্বৃত্তেরা সুজনদের সম্মুখে,আর দুষ্টেরা ধার্মিকের দ্বারে প্রণত হয়।

20. দরিদ্র তাঁর প্রতিবেশীরও ঘৃণিত,কিন্তু ধনবানের অনেক বন্ধু আছে।

21. যে প্রতিবেশীকে তুচ্ছ করে, সে গুনাহ্‌ করে;কিন্তু যে দীনহীনদের প্রতি দয়া করে, সে সুখী।

22. যারা অনিষ্ট কল্পনা করে, তারা কি ভ্রান্ত হয় না?কিন্তু যারা মঙ্গল কল্পনা করে, তারা রহম ও বিশ্বস্ততা পায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 14