ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 12:21-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. ধার্মিকের কোন বিড়ম্বনা ঘটে না;কিন্তু দুষ্টেরা অনিষ্টে পূর্ণ হয়।

22. মিথ্যাবাদী মুখ মাবুদের ঘৃণিত;কিন্তু যারা বিশ্বস্ততায় চলে, তারা তাঁর সন্তোষ-পাত্র।

23. সতর্ক লোক জ্ঞান গোপন করে রাখে;কিন্তু হীনবুদ্ধিদের দিল অজ্ঞানতা প্রচার করে।

24. পরিশ্রমীদের হাত কর্তৃত্ব পায়;কিন্তু অলস পরাধীন গোলাম হয়।

25. মানুষের মনোব্যথা মনকে নত করে;কিন্তু উৎসাহের কথা তাকে আনন্দ দান করে।

26. ধার্মিক নিজের প্রতিবেশীর পথ প্রদর্শক হয়;কিন্তু দুষ্টদের পথ তাদেরকে ভ্রান্ত করে।

27. অলস মৃগয়াতে ধৃত পশু রান্নাও করে না;কিন্তু মানুষের বহুমূল্য রত্ন পরিশ্রমীর আয়ত্তে।

28. ধার্মিকতার পথে জীবন থাকে;তার গমন-পথে মৃত্যু নেই।  

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 12