ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 11:15-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. যে অপরের জামিন হয়, সে নিশ্চয়ই কষ্ট পায়;কিন্তু যে জামিন হতে অস্বীকার করে, সে নিরাপদ।

16. দয়ালু স্ত্রী সম্মান ধরে রাখে,আর দুর্দান্তেরা ধন ধরে রাখে।

17. দয়ালু নিজের প্রাণের উপকার করে;কিন্তু নির্দয় নিজের দেহের কাঁটা স্বরূপ।

18. দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে;কিন্তু যে ধার্মিকতার বীজ বোনে, সে সত্য বেতন পায়।

19. যে ধার্মিকতায় অটল, সে জীবন পায়;কিন্তু যে নাফরমানীর পিছনে দৌড়ায়,সে নিজের মৃত্যু ঘটায়।

20. বক্রচিত্তেরা মাবুদের ঘৃণার পাত্র;কিন্তু যারা নিজের পথে সিদ্ধ,তারা তাঁর সন্তোষের পাত্র।

21. হাতে হাত দিলেও দুষ্ট অদণ্ডিত থাকবে না;কিন্তু ধার্মিকদের বংশ রক্ষা পাবে।

22. যেমন শূকরের নাসিকায় সোনার নথ,তেমনি সুবিচার-ত্যাগিনী সুন্দরী স্ত্রী।

23. ধার্মিকদের মনোবাঞ্ছা কেবল উত্তম,দুষ্টদের প্রত্যাশার বদলে গজব নেমে আসে।

24. কেউ কেউ বিতরণ করে আরও বৃদ্ধি পায়;কেউ কেউ বা ন্যায্য ব্যয় অস্বীকার করে কেবল অভাবে পড়ে।

25. দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়,পানি-সেচনকারী নিজেও পানিতে সিক্ত হয়।

26. যে শস্য আটক করে রাখে, লোকে তাকে বদদোয়া দেয়;কিন্তু যে শস্য বিক্রি করে, তার মাথায় দোয়া বর্ষিত হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 11