ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 10:18-32 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. যে ঘৃণা ঢেকে রাখে, তার ওষ্ঠাধর মিথ্যাবাদী;আর যে দুর্নাম রটায়, সে হীনবুদ্ধি।

19. বেশি কথার মধ্যে অধর্মের অভাব থাকে না;কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।

20. ধার্মিকের জিহ্বা উৎকৃষ্ট রূপার মত,দুষ্টদের অন্তঃকরণ স্বল্পমূল্য।

21. ধার্মিকের ওষ্ঠাধর অনেককে প্রতিপালন করে,কিন্তু অজ্ঞানেরা বুদ্ধির অভাবে মারা পড়ে।

22. মাবুদের দোয়াই ধনবান করে,এবং তিনি তার সঙ্গে মনোদুঃখ দেন না।

23. কুকর্ম করা অজ্ঞানের আমোদ,আর প্রজ্ঞা বুদ্ধিমানের আনন্দ।

24. দুষ্ট যা ভয় করে, তার প্রতি তা-ই ঘটবে;কন্তু ধার্মিকদের বাসনা সফল হবে।

25. যখন ঘূর্ণিবাতাস বয়ে যায়, দুষ্টরা উড়ে যায়;কিন্তু ধার্মিক নিত্যস্থায়ী ভিত্তিমূলস্বরূপ।

26. যেমন দাঁতের পক্ষে অম্লরস ও চোখের পক্ষে ধোঁয়া,তেমনি নিজের প্রেরণকর্তাদের পক্ষে অলস।

27. মাবুদের ভয় আয়ু বৃদ্ধি করে;কিন্তু দুষ্টদের বছর-সংখ্যা হ্রাস পাবে।

28. ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক;কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাবে।

29. মাবুদের পথ ধার্মিকের পক্ষে দুর্গ,কিন্তু তা দুর্বৃত্তদের পক্ষে সর্বনাশ।

30. ধার্মিক লোক কখনও বিচলিত হবে না;কিন্তু দুষ্টরা দেশে বাস করবে না।

31. ধার্মিকের মুখ প্রজ্ঞার ফলে ফলবান;কিন্তু কুটিল জিহ্বা কেটে ফেলা যাবে।

32. ধার্মিকের ওষ্ঠাধর সন্তোষের বিষয় জানে,কিন্তু দুষ্টদের মুখ কুটিলতামাত্র।  

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 10