ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 10:11-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. ধার্মিকের মুখ জীবনের ফোয়ারা;কিন্তু দুষ্টদের মুখ জুলুম ঢেকে রাখে।

12. ঘৃণা বিবাদের উত্তেজক,কিন্তু মহব্বত সমস্ত অধর্ম আচ্ছাদন করে।

13. জ্ঞানবানের ওষ্ঠাধরে প্রজ্ঞা পাওয়া যায়,কিন্তু বুদ্ধিবিহীনের পিঠের জন্য দণ্ড রয়েছে।

14. জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে,কিন্তু অজ্ঞানের মুখ সর্বনাশ ডেকে আনে।

15. ধনবানের ধনই তার দৃঢ় আশ্রয়,দরিদ্রদের দরিদ্রতাই তাদের সর্বনাশ।

16. ধার্মিকের শ্রম জীবনদায়ক,দুর্জনের আয় গুনাহ্‌জনক।

17. যে শাসন মানে, সে জীবন-পথে চলে;কিন্তু যে তিরস্কার ত্যাগ করে, সে ভ্রান্ত হয়।

18. যে ঘৃণা ঢেকে রাখে, তার ওষ্ঠাধর মিথ্যাবাদী;আর যে দুর্নাম রটায়, সে হীনবুদ্ধি।

19. বেশি কথার মধ্যে অধর্মের অভাব থাকে না;কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।

20. ধার্মিকের জিহ্বা উৎকৃষ্ট রূপার মত,দুষ্টদের অন্তঃকরণ স্বল্পমূল্য।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 10