ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 1:5-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. জ্ঞানবান শুনবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাবে,বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করবে;

6. এর দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায়,জ্ঞানবানদের কথা ও তাদের সমস্যা বোঝা যায়।

7. মাবুদের ভয় জ্ঞানের আরম্ভ;অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে।

8. বৎস, তুমি তোমার পিতার উপদেশ শোন,তোমার মাতার ব্যবস্থা ছেড়ো না।

9. কারণ তারা উভয়ে তোমার মাথার সৌন্দর্যস্বরূপ,ও তোমার গলার হারস্বরূপ হবে।

10. বৎস, যদি গুনাহ্‌গারেরা তোমাকে প্রলোভন দেখায়,তুমি সম্মত হয়ো না।

11. তারা যদি বলে, ‘আমাদের সঙ্গে এসো,আমরা রক্তপাত করার জন্য লুকিয়ে থাকি,নির্দোষদেরকে অকারণে ধরবার জন্য গুপ্ত থাকি,

12. পাতালের মত তাদেরকে জীবন্ত গ্রাস করি,গর্তগামীদের মত সর্বাঙ্গীন গ্রাস করি,

13. আমরা সমস্ত রকম বহুমূল্য ধন পাব,লুণ্ঠিত দ্রব্যে স্ব স্ব বাড়ি পরিপূর্ণ করবো,

14. তুমি আমাদের মধ্যে এক জন অংশী হবে,আমাদের সকলেরই টাকার একটি ভাণ্ডার হবে’;

15. বৎস, তাদের সঙ্গে সেই পথে চলো না,তাদের পথ থেকে তোমার চরণ নিবৃত্ত কর;

16. কারণ তাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ায়,তারা রক্তপাত করতে বেগে ধাবমান হয়।

17. জাল পাতা হয় অনর্থক,কোন পাখির দৃষ্টিসীমায়।

18. আর ওরা নিজেদেরই রক্তপাত করতে লুকিয়ে থাকে,নিজেদেরই প্রাণ হরণ করতে গুপ্ত থাকে।

19. পরধন-অপহরক সকলেরই এই গতি,সেই ধন সেই গ্রাহকদেরই প্রাণ নষ্ট করে।

20. প্রজ্ঞা পথে পথে চিৎকার করে আহ্বান করে,হাটে-বাজারে নিজের আওয়াজ তোলে;

21. সে জনাকীর্ণ পথের চত্বরে আহ্বান করে,নগর-দ্বারগুলোর প্রবেশ-স্থানে,নগরে, সে এই কথা বলে;

22. ‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসবে?নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকবে?হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে?

23. তোমরা আমার অনুযোগে ফিরে এসো;দেখ, আমি তোমাদের উপরে আমার রূহ্‌ সেচন করবো,আমার কথা তোমাদেরকে জানাব।’

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 1