ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 1:24-31 কিতাবুল মোকাদ্দস (BACIB)

24. আমি ডাকলে তোমরা অসম্মত হলে,আমি হাত বাড়িয়ে দিলে কেউ গ্রাহ্য করলে না;

25. তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করলে,আমার তিরস্কার শুনতে চাইলে না।

26. এজন্য তোমাদের বিপদে আমিও হাসব,তোমাদের ভয় উপস্থিত হলে পরিহাস করবো;

27. যখন ঝটিকার মত তোমাদের ভয় উপস্থিত হবে,ঘূর্ণিবাতাসের মত তোমাদের বিপদ আসবে,যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে।

28. তখন সকলে আমাকে ডাকবে,কিন্তু আমি উত্তর দেব না,তারা সযত্নে আমার খোঁজ করবে,কিন্তু আমাকে পাবে না;

29. কারণ তারা জ্ঞানকে ঘৃণা করতো,মাবুদের ভয়কে মান্য করতো না;

30. আমার পরামর্শে সম্মত হত না,আমার সমস্ত তিরস্কার তুচ্ছ করতো;

31. তাই তারা স্ব স্ব আচরণের ফল ভোগ করবে,স্ব স্ব কুপরামর্শের ফল দিয়ে উদর পূর্ণ করবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 1