ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মিকাহ্ 1:14-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. এজন্য তুমি মোরেষৎ-গাৎকে বিদায়কালীন উপহার দেবে; ইসরাইলের বাদশাহ্‌দের পক্ষে অক্‌ষীবের বাড়িগুলো প্রতারণা-স্বরূপ হবে।

15. হে মারেশা-নিবাসীনী, আমি পুনর্বার তোমার বিরুদ্ধে এক অধিকারীকে আনবো; ইসরাইলের গৌরব অদুল্লম পর্যন্ত আসবে।

16. তুমি তোমার আদরের পাত্র শিশুদের জন্য মাথা মুণ্ডন কর, চুল কেটে ফেল, শকুনীর মত তোমার টাক বৃদ্ধি কর, কেননা তারা তোমার কাছ থেকে নির্বাসনে গেছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মিকাহ্ 1