ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 4:5-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. যারা উপাদেয় দ্রব্য ভোজন করতো,তারা এতিম হয়ে পথে পথে রয়েছে;যাদেরকে লাল রংয়ের কাপড় পরিয়ে লালন-পালন করা যেত,তারা সারের ঢিবি আলিঙ্গন করছে।

6. বাস্তবিক আমার জাতিরূপ কন্যার অপরাধসেই সাদুমের গুনাহ্‌ হতেও বেশি,যা এক নিমিষে উৎপাটিত হয়েছিল,অথচ তার উপরে মানুষের হাত পড়ে নি।

7. তার নেতৃবর্গ হিমের চেয়ে নির্মল,দুধের চেয়ে শুভ্রবর্ণ ছিলেন;প্রবালের চেয়ে লাল রংয়ের অঙ্গ তাঁদের ছিল;নীলকান্তমণির মত কান্তি তাঁদের ছিল;

8. তাঁদের মুখ কালি হতেও কালো হয়ে পড়েছে;পথে তাঁদেরকে চেনা যায় না;তাঁদের চামড়া অস্থিতে সংলগ্ন হয়েছে;তা কাঠের মত শুকিয়ে গেছে।

9. ক্ষুধায় নিহত লোকের চেয়ে বরং তলোয়ারে নিহত লোক ধন্য,কেননা এরা ক্ষেতের শস্যের অভাবেযেন শূলে বিদ্ধ হয়ে ক্ষয় পাচ্ছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 4